এখন হেমন্তকাল। ভোরে প্রকৃতি সিক্ত হচ্ছে শিশিরে। ঊষা ও গোধুলীলগ্নে দিগন্তে শীতের আভাসও মিলছে। প্রকৃতি সাজছে ভিন্নরূপে। শুধু গ্রাম-বাংলার মাঠে-প্রান্তরে প্রকৃতির এই রূপের দেখা মেলে। মাগুরা জেলার প্রকৃতির এ দৃশ্য ধরা পড়েছে রাইজিংবিডির জেলা প্রতিনিধি শাহীন আনোয়ারের ক্যামেরায়।