নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় তার মাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জাকির মোল্যা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লোহাগড়া থানায় অভিযোগ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে বাড়ির পাশের মাঠে গরু বাঁধতে যান ওই নারী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জাকির মোল্যা (৪০) ঘরে প্রবেশ করেন এবং বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। শব্দ পেয়ে দৌঁড়ে এসে ওই মা দেখতে পান জাকির মোল্যা তার মেয়ের হাত ধরে ধস্তাধস্তি করছেন। এ সময় এগিয়ে গেলে জাকির মোল্যা তার কাছে থাকা দা দিয়ে ওই মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করেন। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে লোহাগড়া থানায় অভিযোগ জমা দেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সোমবার (১৩ নভেম্বর) অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।