কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ ইজিবাইক চালকের লাশ চার দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া মো. নুরুল আবছার (১৫) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদার বনিয়া গ্রামের ফরিদ আলমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আবছার টমটম (ইজিবাইক) চালক। তিনি চার দিন আগে টমটম চালাতে গিয়ে নিখোঁজ হন। সোমবার তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি টিম সন্ধ্যার দিকে ইনানী রয়েল টিউলিপ আবাসিক হোটেলের দক্ষিণ পাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।