খেলাধুলা

বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে শামির উইকেটের দ্রুততম ফিফটি

ভারতের হয়ে প্রথম চার ম্যাচে সুযোগই পাননি মোহাম্মদ শামি। এরপর সুযোগ পেয়েই করেন বাজিমাত। জাভাগাল শ্রীনাথ, জহির খানদের পেছনে ফেলে ভারতের বিশ্বকাপের ইতিহাসে হয়ে যান সর্বোচ্চ উইকেট শিকার।

আজ বুধবার মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন ৩৩ বছর বয়সী এই পেসার। দুই স্পেলে পর পর চারটি উইকেট শিকার হরে বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে ৫১টি উইকেট শিকারের কৃতিত্ব দেখান। যা বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে দ্রুততম।

তিনি মাত্র ১৭ ইনিংসে উইকেটগুলো শিকার করেছেন। তার আগে চলতি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারের নজির গড়েন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি অবশ্য ১৯ ইনিংসে উইকেটের হাফ সেঞ্চুরি ছুঁয়েছিলেন।

৫০ উইকেটের মাইলফলক ছুঁতে লাসিথ মালিঙ্গার লেগেছিল ২৫ ইনিংস, গ্লেন ম্যাকগ্রার ও মুত্তিয়া মুরালিধরনের লেগেছিল ৩০ ইনিংস আর পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের লেগেছিল ৩৩ ইনিংস।

আজ শামি আউট করেন ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন ও টম ল্যাথামকে। উইলিয়াসনকে ফিরিয়ে উইকেটের ফিফটি পূর্ণ করেন। ল্যাথাম ছিলেন তার ৫১তম শিকার।

আজকের এই ম্যাচ শেষে ভারত ফাইনালে উঠলে শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে থামেন দেখার বিষয়।