নাটোরের গুরুদাসপুরে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
নাটোর বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আকরামুল হাসান জানান, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার আধা ঘন্টার মধ্যে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। গাড়ি চালকের সহকারী (হেলপার) হোসেন জানান, সন্ধ্যার পর মহাসড়কটিতে পরিবহনের চাপ কম ছিল। ১০-১৫ জনের একটি দল তাদের গাড়িটির গতিরোধ করে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই টেনেহিঁচড়ে গাড়ি থেকে চালকসহ তাদের নামিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ করে সামনের কাঁচ ভেঙে কোরোসিনের বোতল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে, পুলিশ ও দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গাড়িটি মহাসড়কের ওপর পড়ে থাকার কারণে সাময়িক যানজটের সৃষ্টি হয়। বনপাড়া হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’