গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। শুক্রবার (১৭ নভেম্বর) মধ্যরাত থেকে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।
কারখানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ সেপ্টেম্বর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটে ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।