খেলাধুলা

মুরালিধরনের ১৬ বছরের রেকর্ড ছুঁলেন জাম্পা

শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ২০০৭ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়েছিলেন। যা বিশ্বকাপের ইতিহাসে এতোদিন ছিল কোনো স্পিনারের নেওয়া সর্বোচ্চ উইকেট। ১৬ বছর পর এবারের বিশ্বকাপে মুরালিধরনের সেই রেকর্ড ছুঁলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

১১ ম্যাচে ৯৬ ওভার বল করে ৫১৫ রান দিয়ে ২৩ উইকেট নেন তিনি। গড় ২২.৩৯, ইকোনোমি ৫.৩৬। তার সেরা বোলিং ফিগার ৮ রানের বিনিময়ে ৪ উইকেট।

আজ ফাইনালে তিনি ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে ১টি উইকেট নেন। ইকোনোমি ৪.৪। নিয়ন্ত্রিত বোলিং করে ভারতের দলীয় সংগ্রহকে বেশি হতে দেননি।

জাম্পার শক্তিমত্তার দিক হলো তিনি স্ট্যাম্প বরাবর প্রত্যেকটি বল করেন। তার ম্যাজিক বল হলো- স্কিড করে সোজাসুজি চলে যাওয়া। পিচ স্লো হওয়ায় আজ অবশ্য সেই সুবিধা পাননি তিনি।