সারা বাংলা

সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে ৫ ঘণ্টা পর বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ডিভিশনাল পশ্চিম অঞ্চলের ম্যানেজার নূর মোহাম্মদ (পাকশী) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যালে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  

আব্দুলপুর রেলওয়ে জংশনে কর্মরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে এতে হতাহত হয়নি।