হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, গতকাল রাত ৮টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার রাউতগাঁও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগীগুলো উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত বগী উদ্ধার হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগী লাইনচ্যুত হওয়ার পর ঘটনাস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
এদিকে ট্রেন উদ্ধার হওয়ার খবরে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।