সারা বাংলা

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেলো কিশোরের

ঝালকাঠিতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বি ওই এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, রাব্বি নিজ বাগানে প্রায়ই সুপারি পাড়তো। বৃহস্পতিবার সকালে সুপারি পাড়তে বাগানে যায় সে। হঠাৎ গাছ থেকে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, সকালে গাছের সুপারি পাড়তে গিয়ে একটি ছেলে মারা গেছে। আমরা খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠায়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।