‘শাকিব খানের বউ না হলে তার সিনেমার নায়িকা হওয়া যায় না’-এমন মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। তার এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।
বাস্তবতার নিরিখে শাকিব খান এ পর্যন্ত কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে তার স্ত্রী কজন? এই প্রশ্ন স্বাগতার দিকে ছুড়ে দিয়েছেন শাকিব ভক্তরা। তাদের অনেকে বলছেন- শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ না পেয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন স্বাগতা।
শাকিব খান তিন দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে অনেক নায়িকাই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিজেদের ক্যারিয়ার শক্ত করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রায় অর্ধশত নায়িকার সঙ্গে জুটি বাঁধেন। এই তালিকায় ইরিন জামান, শাবনূর, পপি, মুনমুন, মৌসুমী, পুর্ণিমা, লামিয়া মিমো, সাহারা, রেসি, রত্না, নিপুণ, অপু বিশ্বাস, মাহিয়া মাহী, জয়া আহসান, ইয়ামিন হক ববি, আফসানা আরা বিন্দু, পরীমণি, নুসরাত ইমরোজ তিশা, আঁচল, শবনম বুবলি, বিদ্যা সিনহা সাহা মীম, নুসরাত ফারিয়া, পূজা চেরিসহ অনেকেই তার বিপরীতে অভিনয় করেছেন।
এ ছাড়া ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, শুভশ্রী গাঙ্গুলী, পায়েল সরকার, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঈধিকা পালসহ সর্বশেষ বলিউডের সোনাল চৌহান তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এত নায়িকার ভিড়ে শাকিব খান অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই জুটি একসঙ্গে ৮০টি সিনেমায় অভিনয় করে সর্বাধিক সিনেমায় অভিনয় করেন। এরপর তিনি শবনম বুবলীকে বিয়ে করেন। যদিও তাদের জুটি গড়ে ওঠেনি। তারা একসঙ্গে ডজনখানেক সিনেমায় অভিনয় করেন।
স্বাগতা একটি সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। তবে সিনেমায় কাজ করা হয়নি। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। তবুও করলেন কার সাথে? বুবলীর সাথে। দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হবো না।’
এরপর শাকিব প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘তার সম্পর্কে খুব বেশি জানি না, তবে প্রোপাগান্ডা শুনি। আপনি (সঞ্চালককে উদ্দেশ্য করে) যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’
শাকিবের সঙ্গে কাজের সুযোগ না হলেও তাকে পছন্দ স্বাগতার। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।’