মুন্সীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকরা একটি খামারের ২০০ হাঁস মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মুন্সীগঞ্জ শহরের পৌরসভার বৈখর এলাকায় এমন ঘটেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার নাজিমউদ্দিন মোল্লা ও সাইদ মোল্লার সাথে গত সোমবার পারিবারিক দ্বন্দ্ব হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পরেই নাজিমউদ্দিন মোল্লার হাঁসের ফার্মের শতাধিক হাঁসের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার বিকেলের দিকে একইভাবে ফার্মের আরও ১০০ হাঁসকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
এদিকে ফার্মের এই ২ শতাধিক হাঁসের মৃত্যুর ঘটনায় শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আহসান উল্লাহ অভিযোগ করে বলেন, নাজিমউদ্দিন মোল্লা আমার বন্ধু, তার সাথে হাঁসের ফার্ম করেছি। কিন্তু, নাজিমউদ্দিনের সাথে সাইদ মোল্লার পারিবারিক ঝগড়া লেগেছে। সেই দ্বন্দ্বে ও শত্রুতাবশত রাতের অন্ধকারে সাইদ মোল্লার লোকজন আমাদের হাঁসের ফার্মের ২ শতাধিক হাঁস পিটিয়ে মেরে ফেলেছে। তার আগে ফার্মের পাহারাদার মোফাজ্জল হোসেনকে মারধর করা হয়েছে।
অপরদিকে ২ শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগের বিষয়ে সাইদ মোল্লা বলেন, তারাই হাঁসগুলো মেরে ফেলেছে। আমাদের ফাঁসানোর জন্য তারা হাঁসগুলো মেরেছে। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, বৈখর এলাকার একটি ঝগড়ার অভিযোগ পেয়েছি। কিন্ত ২ শতাধিক হাঁস মেরে ফেলেছে এমন কোনো অভিযোগ ক্ষতিগ্রস্তরা করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।