ময়মনসিংহ সদর উপজেলার বয়রা বটতলা এলাকায় রেলসেতু ও ভালুকার হাজির বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বয়রা বটতলা রেলগেট থেকে ৩০০ গজ দূরে রেলসেতুতে কে বা কারা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন আগুন দেখে দাড়িয়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় ট্রেন। পরে ট্রেনে থাকা পুলিশ আগুন নিভিয়ে থানায় খবর দেয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত ২টার পরে খবর আসে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ডে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।