বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গেই ছিলেন ঈশান কিশান। কিন্তু মাত্র দুই ম্যাচ খেলার পর নিজের জায়গা ছেড়ে দিতে হয়। ফলে আসরের বাকি সময়টা দলের সঙ্গে থাকলেও ব্যাট হাতে আর মাঠে নামা হয়নি তার। এই ব্যাপারটা এখনো খুব কষ্ট দেয় বলে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ঈশানের জায়গায় আসরের বাকি অংশে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেছেন তরুণ শুভমান গিল। ফলে বেশির ভাগ ম্যাচে খেলতে না পারার যন্ত্রণা বেশ কষ্ট দিয়েছিল তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পর ভারতের জিও সিনেমার সঙ্গে বিশ্বকাপের সময় একাদশ থেকে বাদ পড়া নিয়ে কথা বলেন।
ঈশান বলেন, ‘এটা এক ধরনের ক্ষুধা। দুর্দান্ত একটা দলের অংশ হতে না পারার বেদনা। বিশ্বকাপে ভারত দুর্দান্ত একটা দল হয়ে খেলেছে। কিন্তু আমি এই দলটার হয়ে প্রথম একাদশে থাকতে পারিনি। এটা আমাকে খুব কষ্ট দেয়। কিন্তু এটাই আন্তর্জাতিক ক্রিকেট। এখানে কখনো কখনো মাঠের বাইরে থাকতে হয়। কখনো নতুন করে শুরু করতে হবে। যখন সুযোগ আসবে কাজে লাগাতে হবে।’
বিশ্বকাপে না খেলতে পারার সেই কষ্টই হয়তো চলমান সিরিজে তাঁতিয়ে দিয়েছে ঈশানকে। প্রথম দুই ম্যাচেই রান পেয়েছেন। বিশাখাপত্তনামের (৩৯ বলে ৫৮ রান) পর গতকাল তিরুবনন্তপুরমেও ঈশানের ব্যাট থেকে এসেছে ২৫ বলে অর্ধশতক (৫২)। তাতে ৪৪ রানের জয়ও পায় ভারত।