ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় অবস্থিত একটি সুতা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাফিজুর রহমানের মালিকানাধীন এসএম ট্রের্ডাস নামে সুতা তৈরি কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনে। আগুনের সূত্রপাত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।