কুমিল্লার চান্দিনায় দালালির ৫০০ টাকার জন্য মারামারি চলাকালে মো. হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারে মারামারির ঘটনাটি ঘটে।
মারা যাওয়া হোসেন উপজেলার জোয়াগ ইউনিয়নের পশ্চিম কৈলাইন গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, গত সপ্তাহে মো. হোসেন বাজারে দুটি রাজহাঁস বিক্রি করেন। এসময় স্থানীয় সবুর নামের এক ব্যক্তি হাঁস বিক্রির টাকা থেকে ৫০০ টাকা জোর করে দালালি হিসেবে রেখে দেন। এই ঘটনার দুই-তিন দিন পর হোসেনের ছেলে বোরহান সবুরকে বাজারে পেয়ে ৫০০ টাকা ফেরত দিতে বলেন। এক পর্যায়ে জনৈক ইদ্রিস মিয়া ওই হাঁসগুলো চুরি করা বলে অভিযোগ করেন। সে সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর নতুন বাংলা বাজারের একটি মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন বোরহান। এসময় কৈলাইন গ্রামের আমান আলীর ছেলে ইদ্রিস মিয়া ও জামালের ছেলে মোক্তার হোসেন, লক্ষ্মীপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মনির হোসেন পূর্বের ঘটনার জেরে বোরহানকে মারধর শুরু করেন। পরে উভয় পক্ষের আরও লোকজন এসে মারামারিতে জড়িয়ে যায়। খবর পেয়ে মো. হোসেনও ঘটনাস্থলে আসেন। এসময় হোসেনও ঘটনাস্থলে আসেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি দালালির ৫০০ টাকা নিয়ে হওয়া ঝামেলায় মারামারির ঘটনাটি ঘটে। তবে নিহত হোসেনের শরীরে আঘাতের কোনো দাগ নেই। ইট বা পাথরে হোচট খেয়ে তিনি মাটিতে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।