ফেনীর দাগনভূঞায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. সাহাব উদ্দিন (৫৫) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাহাব উদ্দিন পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের গণিপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় উপজেলার গণিপুর বাজার থেকে সিএনজি অটোরিকশায় করে সিলোনিয়া বাজারে যান সাহাব উদ্দিন। সেখানে কাজ শেষে বাড়ি আসার জন্য অটোরিকশায় উঠতে সড়কের পাশে দাঁড়ান তিনি। এসময় একটি দ্রুত গতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব বিন ইসলাম বলেন, ঘটনার পরপরই মোটরসাইকেল চালক পালিয়ে যান। তবে, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।