সারা বাংলা

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়ায় ট্রেনে কাটা পড়ে পতিরন নেছা (৬০) নিহত হয়েছেন। পতিরন নেছা উক্ত এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল চারটার দিকে কাটা পড়েন ওই নারী।

স্থানীয় ব্যবসায়ী শরীফ ইসলাম বলেন, গ্রামের নারীরা সাধারণত দোস্তপাড়া লাল ব্রিজের কাছে ছাগল চরাতে যায়। পতিরন নেছাও ছাগল চড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়েন।

পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) এমদাদ হোসেন জানান, খুলনাগামী নকশিকাঁথা মেইল ট্রেন লাল ব্রিজের কাছে সে ট্রেনে কাটা পড়ে মারা যায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।