রাজনীতি

অবরোধ: ধানমন্ডিতে ছাত্রদলের বিক্ষোভ

অবিলম্বে সরকারের পদত্যাগের এক দফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছের ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা।

উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দপ্তর সম্পাদক রেদোয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক শামীম মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা শামীম, মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আব্দুর রহমান জিয়া, একেএম হাসানাত আলীমুন, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।