খেলাধুলা

ব্যাটে ফিলিস্তিনের পতাকা, জরিমানা হচ্ছে না আজম খানের

পাকিস্তানের ঘরোয়া লিগের ম্যাচ চলাকালে ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগিয়ে খেলতে নেমেছিলেন আজম খান। যে কারণে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে আজম খানের জরিমানা প্রত্যাহার করে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে জরিমানা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজম খানের ওপর ম্যাচ অফিশিয়ালদের দেওয়া ৫০ শতাংশ জরিমানা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তা (জরিমানা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে ন্যাশনাল টি–টোয়েন্টি কাপে লাহোর ব্লুসের বিপক্ষে ম্যাচে ব্যাটে ফিলিস্তিনি পতাকার স্টিকার লাগিয়ে মাঠে নামেন আজম। এ ঘটনা সহজভাবে নেয়নি পিসিবি। পিসিবির শৃঙ্খলাবিধির ২.৪ ধারা ভঙ্গ করে লেভেল–১ স্তরের অপরাধ করায় আজমকে দোষী সাব্যস্ত করে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

আজমকে শাস্তি দেওয়ার ঘটনায় শুরু থেকে সমর্থকদের তোপের মুখে ছিল পিসিবি। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ পিসিবিকে বয়কটের ডাকও দিয়েছিলেন। হাসান রাজা নামের অন্য এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘আজমের জন্য আমার শ্রদ্ধা।’