আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে আওয়ামী লীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
হেলাল গ্রুপ ও আশরাফ গ্রুপ নামে এই দুটি গ্রুপই বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন সমর্থিত।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঘটনার সময় তিনি নিজ গাড়িতে করে স্থান ত্যাগ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর বলেন, বড় কোনও বিষয় ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কোনও অভিযোগ আসেনি।