পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী ও নওগাঁ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সাগর প্রকাশ রিমন (২৩) নামে এ প্রতারককে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং-এ এই তথ্য জানানো হয়।
সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, চট্টগ্রামের সদরঘাট থানায় একজন বিকাশ এজেন্ট অভিযোগ করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা (এসপি/এডিশনাল এসপি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। গত ২৭ নভেম্বর এ ব্যাপারে সদরঘাট থানায় এজাহার দায়ের হলে মামলার তদন্তভার সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের কাছে ন্যস্ত হয়। সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ মামলার তদন্তভার নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানে নওগাঁর মান্দা থানা এবং রাজশাহীর মোহনপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রিমনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, রিমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি নিজেকে পুলিশের এসপি, এডিশনাল এসপি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশ এবং নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
রিমনের বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় মাদকদ্রব্য, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ৫টি মামলা রয়েছে।