সারা বাংলা

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

শেরপুরের শ্রীবরদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের তালগাছে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুই যুবক। আহত এক শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ষাইটকাকড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার রানীশিমুল সিংগারভিটা এলাকার আতাউর রহমানের ছেলে লাভলু (২১) ও পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তারাগাও এলাকার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত শিশুটির নাম আবু হানিফ (১০)। 

স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে তিনজন মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। তাদের গাড়ির গতি ছিল অনেক। ষাটকাকড়া মোড় দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেরেন। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাভলু ও মেহেদী মারা যান। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।