রাজনীতি

অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিল

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। 

রোববার (৩ ডিসেম্বর) সকালে মিছিলটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. হাসান, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহসসহ আরও অনেকে।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে এ অবরোধের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে এ অবরোধ চলবে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত।