বাগেরহাটে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর চাড়ার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মিজান জমাদ্দার (৩৫) ও একই এলাকার ফারুক খানের ছেলে রাব্বি খান (২৫)। আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চারার ঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।