দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নবম দফা অবরোধ কর্মসূচি পালন করছে। দেশব্যাপী এ অবরোধ কর্মসূচির সমর্থনে গেন্ডারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে তারা রাস্তা অবরোধ করে।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, বিএম মিলাদ উদ্দিন ভূইঁয়া, জবি শাখার যুগ্ম-সম্পাদক মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্ণব, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয় সম্পাদক রায়হান হোসেন অপু, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি।
এছাড়া সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সাঈদুল হাসান, মাহাবুব আলম, ফয়সাল, সাগর, মনিরুজ্জামান, মাসফিক, সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য রায়হান, সাদিক, নাইম, আনোয়ার, তাজুলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে হলেও নির্বাচন করার যে অপচেষ্টা এই অবৈধ সরকার করছে,তা যেকোনোভাবে রুখে দিতে প্রস্তুত জবি ছাত্রদল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম রক্ষার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয় শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত রাজপথে ঢেলে দেবো।