সারা বাংলা

অবরোধের প্রভাব নেই চট্টগ্রামে 

বিএনপির ডাকা দশম দফায় ২ দিনের অবরোধের প্রথম দিনে কোনো প্রভাব নেই বন্দরনগরী চট্টগ্রামে। নগরী এবং জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। চলছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন। কর্মসূচি পালনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কোনো অবরোধের প্রভাব পড়েনি। নগরীর সর্বত্র যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মতো। নগরীতে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য গণপরিবহন চলাচল করছে। নগরীর বিভিন্ন স্থানে রয়েছে স্বাভাবিক যানজটও। চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাকও চলাচল করছে স্বাভাবিকভাবে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান জানান, চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটের বাস চলাচল করছে। নগরীতে সব ধরনের গণপরিবহন চলছে স্বাভাবিক। দূরপাল্লার বাসও চলাচল করছে।

এদিকে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর কোথাও কোনো মিটিং মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।