খেলাধুলা

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে বিসিবি সভাপতিকে চিঠি 

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বাজে আম্পায়ারিংয়ের কারণে ছয় আম্পায়ারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ায় আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর সমালোচনা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন।

বিসিবির আম্পায়ার্স বিভাগ জাতীয় ক্রিকেট লিগে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল। আম্পায়ারদের প্রশিক্ষক এনামুল হক মনি, ম্যাচ রেফারি সেলিম শাহেদ ও আম্পায়ার্স বিভাগের ম্যানেজার অভি আবদুল্লাহ ছিলেন সেই কমিটির সদস্য। তাদের তদন্তে ছয় আম্পায়ারের বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের সত্যতা পেয়েছিল।

শাস্তি হিসেবে ছয় আম্পায়ারকে তৃতীয় বিভাগ এবং স্কুল ক্রিকেটে দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আম্পায়ার্স কমিটি। সেখানেও যদি তারা ভুল আম্পায়ারিং করেন তাহলে বিসিবি আরো কঠোর হওয়ার ঘোষণাও দিয়েছিল।

কিন্তু বিসিবির আম্পায়ার্স কমিটির সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের। উল্টো বিসিবির পরিচালক ও কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছে তারা। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার আহমেদ মিঠু। 

ইফতেখার বলেন, ‘আমি কোথাও আম্পায়ারদের নাম উল্লেখ করিনি। সংখ্যাও বলিনি। যেহেতু জাতীয় লিগে আম্পায়ারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছিল, আমি চেয়েছি নির্দিষ্ট কয়েকজন আম্পায়ারকে যেন বিসিএলে না রাখা হয়। তবে যাদের কথা বলা হচ্ছে, তাঁরা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে কাজ করছেন। কাউকেই আমরা বাদ দিয়ে দেইনি।’