সারা বাংলা

বন্যহাতির তাড়া খেয়ে দর্শনার্থীর মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্যহাতির তাড়া খেয়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাজী মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা। 

এ ব্যাপারে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে আসেন। সন্ধ্যায় মসজিদের কাছে হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যান তিনি। এ এ সময় স্থানীয়রা ঢিল ছুড়ে উত্তেজিত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ ভয়়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে।