খেলাধুলা

বাফুফে সভাপতি সালাউদ্দিন হাসপাতালে ভর্তি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও দেশবরেণ্য ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডারেশন সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় ৭০ বছর বয়সী এই কিংবদন্তিকে আজ বুধবার (২০ ডিসেম্বর) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আছেন।

আরও জানা গেছে, ইতোমধ্যে বাফুফে সভাপতির এনজিওগ্রাম করা হয়েছে এবং তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছে। সেগুলোর চিকিৎসায় তার বাইপাস সার্জারি করা হবে নাকি বয়স বিবেচনা করে অন্য কিছু করা হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সভাপতির পরিবার।

আগামীকাল বৃহস্পতিবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সেগুলোর রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, প্রায় দশ বছর আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাফুফে সভাপতি। আবারও সেই একই সমস্যায় দীর্ঘদিন পর হাসপাতালে ভর্তি হলেন। তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করার কথা ভাবছে ফুটবল ফেডারেশন।