খেলাধুলা

‘কেউ এসে আমাকে ব্যাখ্যা করুক এটা কেন হ্যান্ডবল নয়’

ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে লিভারপুল ও আর্সেনালের মধ্যে কেউ জিতেনি। ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে দুই দলের মহারণ। ম্যাচে ছড়ানো দুই দলের উত্তাপের রেশ রয়ে গেছে ম্যাচ শেষেও। লিভারপুল কোচ জার্গেন ক্লপ ক্ষোভ ঝেড়েছেন ভিএআর নিয়ে। পেনাল্টি বঞ্চিত হওয়ার হতাশা গোপন রাখেননি তিনি।

ঘটনা ঘটে ম্যাচের ১৯তম মিনিটের মাথায়। বক্সের মধ্যে বল হাতে লাগে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের। সঙ্গে সঙ্গেই পেনাল্টির জন্য আবেদন করেন লিভারপুলের ফুটবলাররা। তবে ইংলিশ রেফারি ক্রিস কাভানাগ সেদিকে মনোযোগ না দিয়ে খেলা চালিয়ে যান। 

এই ঘটনায় ভিএআরেও বিষয়টি দেখা হয়নি। ক্লপের ক্ষোভটা মূলত এখানেই। ম্যাচ শেষেও সেটা উগড়ে দিয়েছেন তিনি, ‘কেউ কি এসে আমাকে ব্যাখ্যা করবে, এটা কেন হ্যান্ডবল নয়? আমি জানি না কীভাবে এটা হ্যান্ডবল হয় না।’

রেফারি নয়, ক্ষোভটা ভিএআর’র প্রতি জানিয়ে ক্লপ আরও বলেন, ‘আমি বলছি না যে রেফারি দেখতে পেরেছে। সে তখন কোথায় ছিল আমি নিশ্চিত না। কিন্তু কীভাবে ভিএআরের সামনে বসে রেফারি এটা দেখার পর এই সিদ্ধান্তে আসতে পারে? ঘটনাটি রেফারির আরেকবার দেখার মতো নয়?’

এদিকে ক্লপের বিপরীত অবস্থানে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এক পয়েন্ট পেয়েই খুশি তিনি। এই ঘটনা নিয়ে আর্তেতা বলেন, ‘দুটি বড় সিদ্ধান্ত ছিল। আমি ঘটনা দুটি দেখিনি। আমাকে আগেও জিজ্ঞাসা করা হয়েছিল, তবে আমি দেখিনি।’