‘সুখের হাসি ফুটুক মুখে সবার, ওয়েলকাম ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার’- এমন কথামালায় সাজানো হয়েছে নতুন বছরের গান ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০২৪ সালকে স্বাগত জানাতে গানটি রচনা করেছেন গীতিকার সুহেল খান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এপি শুভ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন ও পুষ্পিতা মিত্র। মোশারফের ক্যামেরায় গানটির ভিডিও কোরিওগ্রাফি করেছেন মো. শামিম। গানের মডেল হয়েছেন রাতুল, সাদী, নিপুন, রোজা, ইস্পিতা ও অনন্যা।
গান প্রসঙ্গে আকাশ সেন বলেন, ২০২৩ সালের মানুষের মনের যে দুঃখ সেটা ভুলিয়ে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে। সেই ধারাবাহিকতায় বছরের শেষ আয়োজন এবং ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে গানটি প্রকাশ করা। আশা করছি, আপনাদের জন্য ভালো কিছুটা হবে।
পুষ্পিতা মিত্র বলেন, সৌমিত্র ঘোষ ইমনের দাদার ডিরেকশন এবং কথা, সুর, সঙ্গীতায়োজন সব মনের মতো হয়েছে। নতুন বছরে এটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
২৯ ডিসেম্বর শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে গানটি প্রকাশ করা হয় এসএলকে মিউজিকের ইউটিউব চ্যানেলে।