খেলাধুলা

১১ বলে ৬ উইকেট হারিয়ে অলআউট ভারত

কেপ টাউনে হচ্ছেটা কি? আজ বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মাত্র ২৩.২ ওভারে ৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। ৪ উইকেটে তুলেছিল ১৫৩ রান। এরপর ১১ বলের ব্যবধানে দলীয় সংগ্রহে কোনো রান যোগ না করেই পরবর্তী ৬ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। যদিও লিড পায় ৯৮ রানের। দুই সেশনে ২০ উইকেটের পতন ঘটে।

ভারতের ছয়জন ব্যাটসম্যান ডাক মারেন। তারা হলেন যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ার, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। আর মুকেশ কুমার শূন্যরানে অপরাজিত থাকেন।

কেবল রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিল রান পান। তার মধ্যে কোহলি ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৬ রান করেন। রোহিত ৭ চারে করেন ৩৯ রান। আর গিল ৫ চারে করেন ৩৬ রান।

শুরুতে ৩ উইকেট শিকার করেন নান্দ্রে বার্জার। শেষে ১১ বলের ব্যবধান ৬টি উইকেট ভাগাভাগি করে নেন লুঙ্গি এনগিদি ও কাগিসু রাবাদা।

৩৪তম ওভারে এনগিদি কোনো রান না দিয়ে রাহুল, জাজেদা ও বুমরাহকে আউট করেন। আর ৩৫তম ওভারে রাবাদা কোহলি, প্রসিদ্ধ কৃষ্ণাকে আউট করেন। সিরাজ হন রান আউট।