আইন ও অপরাধ

জামিন পেলেন জি কে শামীম

যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন  অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

জি কে শামীমের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। ফলে, এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না।

জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

২০২১ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।