সারা বাংলা

সংসদেও বিরোধী দল বলতে একমাত্র জাতীয় পার্টিই আছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‌‘সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন মন্তব্য স্বাভাবিক। তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো চিঠি পাইনি। এবারের সংসদেও বিরোধী দল বলতে একমাত্র জাতীয় পার্টিই আছে। আমরা বিশ্বাস করি জনগণের আস্থা অর্জনে বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি থাকবে।’

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুরের স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, অতীতের ন্যায় সরকারের অসংগতি ও গঠনমূলক সমালোচনা করতে এবারও সংসদে কথা বলবে জাতীয় পার্টি। তাই সরকার কি চাইবে সেটা আমাদের এখন ভাবার বিষয় না। শুধু জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে দায়িত্ব পালন করে যাবো আমরা।

তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখি পরিস্থিতিতে দেশের মানুষের ক্রয় ক্ষমতা একেবারে কমে গেছে। অনেক মানুষ তাদের কর্ম হারাচ্ছেন। এতে জণগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া জনগণের এই ক্ষোভ প্রশমনের উপায় আপাতত দেখছি না। যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

এসময় জাতীয় পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াছিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।