সারা বাংলা

এক দিন আগেই বিশ্ব ইজতেমার বয়ান শুরু 

আনুষ্ঠানিকভাবে গাজীপুরে বিশ্ব ইজতেমা শুরু হবে আগামীকাল শুক্রবার (২ ফ্রেবুয়ারি) ফজর থেকে। তবে লোকসমাগম বেশি হওয়ায় একদিন আগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বয়ান শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে মুসুল্লিরা টঙ্গীর তুরাগ পাড়ে নির্ধারিত ময়দানে উপস্থিত হতে শুরু করে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

প্রথম ধাপে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর মাওলানা রবিউল হক বয়ান করেছেন। বাদ আসর মাওলানা ফারুক, বাদ মাগরিব মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন। তবে আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আনুষ্ঠানিকভাবে বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমা।

আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন মাওলানা আহম্মেদ বাটলা, সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা যোবায়ের। বাদ জোহর বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, বাদ আসর মাওলানা যোবায়ের ও মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগপর্যন্ত এভাবে প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর মাওলানা আব্দুর রহমান, বাদ জোহর মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা যোহারুল হাসান, বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম; রোববার (৪ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, সকাল ১০টায় হেদায়েতি বয়ান শেষে বাংলাদেশের মাওলানা যোবায়ের প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।