আন্তর্জাতিক

মার্কিন হামলা বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে মধ্যপ্রাচ্যে: ইরাক

মার্কিন হামলা ইরাকের সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’ বলে হুঁশিয়ারি দিয়েছে বাগদাদ। দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রসুল এ হুঁশিয়ারি দিয়েছেন।

জেনারেল ইয়াহিয়া রসুল জানিয়েছেন, হামলাগুলো ‘ইরাক ও অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিণতি বয়ে আনবে।’

মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা। এ ঘটনায় ১৬ ইরাকি নিহত হয়।

এদিকে, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘আবারও প্রমাণ করেছে যে... এর সামরিক বাহিনী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এবং এই অঞ্চলে সংঘাতের জন্ম দিয়েছে।’