সারা বাংলা

ঝিনাইদহে দুই ডেন্টাল ক্লিনিকে অভিযান

ঝিনাইদহের কালীগঞ্জে দুই ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিক দুটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

জানা গেছে, ভাল দাঁতের পরিবর্তে খারাপ দাঁত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ফিরোজ ডেন্টালকে ৪০ হাজার টাকা ও ঢাকা ডেন্টালকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি এ ব্যবসা পরিচালনা করে আসছে। এসময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির, পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, কালীগঞ্জ শহরের দুই ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।