সারা বাংলা

টার্মিনাল থেকে বাস চুরি

ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনাল থেকে একটি বাস চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাসটি চুরি হয় বলে জানিয়েছেন মালিক মোস্তাফিজুর রহমান। এদিকে, এই ঘটনায় অনেকটা চমকে গেছেন অন্য বাস মালিক ও চালকরা। তারা বলছেন, টার্মিনালে যদি বাস নিরাপদ না থাকে তাহলে কোথায় নিরাপত্তা পাওয়া যাবে।

বাস মালিক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বাসের নাম ‘সিয়াম এন্টারপ্রাইজ’। রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা-মেট্রো-জ-১১-০৫২৭। রং- সাদা নীল ও হলুদ আল্পনা। ময়মনসিংহ থেকে ধোবাউড়া রোডে প্রতিদিন চলাচল করতো বাসটি। গতকাল রাতে আমার ড্রাইভার গাড়ি টার্মিনালে রেখে বাসায় যায়। আজ সকাল ৯টার দিকে টার্মিনালে গিয়ে বাস পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই রাত ৩টা ২২মিনিটে শম্ভগঞ্জ টোল প্লাজা পার হচ্ছে আমার বাসটি। আমি থানায় ঘটনাটি জানিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘বাসটা না পেলে আমাকে রাস্তায় বসতে হবে। এটি আমার পরিবারের অবলম্বন। আমি প্রশাসনের কাছে বাসটি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

সবুজ মিয়া নামের এক চালক বলেন, আমরা টার্মিনালে বাস রেখে নিশ্চিন্তে বাড়ি যায়। যদি এখান থেকে বাস চুরি হয়ে যায় তাহলে আমরা কোথায় যাবো? বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ দিতে ভুক্তভোগীকে বলেছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’