আন্তর্জাতিক

এবার জুতা নিয়ে নামলেন ট্রাম্প

এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জুতায় ব্যবসায় নেমেছেন। জালিয়াতির মামলায় আদালত ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করার পর শনিবার ট্রাম্প নতুন এ ব্যবসার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প ফিলাডেলফিয়ার স্নিকার কনে ‘ট্রাম্প স্নিকার্স’ উন্মোচন করেছেন। একটি নতুন ওয়েবসাইটে জুতাটি তালিকাভুক্ত করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার। এই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার।’ জুতায় ট্রাম্পের নামের আদ্যাক্ষর ‘টি’ খোদাই করা রয়েছে এবং এর ওপরের অংশে যুক্তরাষ্ট্রের পতাকার ছবি দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘এটি এমন কিছু যা আমি ১২ বছর, ১৩ বছর ধরে কথা বলছি এবং আমি মনে করি এটি একটি বড় সাফল্য হতে যাচ্ছে।’

ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে, এক হাজার জোড়া জুতা বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। প্রথম দিনেই সবগুলো বিক্রি হয়ে গেছে।

ট্রাম্প তার ভাষণে বলেছেন, ‘এগুলো এমন লোকদের জন্য যারা প্রস্থান শব্দটি জানে না...এই জুতাগুলো সত্যিকারের দেশপ্রেমিকদের জন্য।’