সারা বাংলা

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে তিন্নি

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন হুমায়রা আক্তার তিন্নি নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন তিনি। তিন্নি উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

খোঁজ নিয়ে জানা গেছে, তিন্নির বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল ওহাব রতন। গতকাল সোমবার রাত ১১ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ৩ টায় মারা যান রতন।

আজ মঙ্গলবার সকালে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিন্না কান্না করছেন আর খাতায় লিখেছন। এসময় হল পরিদর্শক ও পাশে বসা এক শিক্ষার্থী তিন্নিকে সান্তনা দিচ্ছিলেন। 

পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সুবীর কুমার চক্রবর্তী বলেন, আব্দুল ওহাব রতন অনন্তরাম (দশগাঁ) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বাজারে তার পানের আড়ত ছিল। 

জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্তনা দিয়েছি। পরীক্ষা দিতে যাতে ওই শিক্ষার্থীর কোনো সমস্যা না হয় সে বিষয়টি আমরা খেয়াল রেখেছি।