সারা বাংলা

সাভারে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, তরুণকে দণ্ড

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে রনি শিকদার নামে এক তরুণকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রনি শিকদার যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক। তিনি ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ধানতারা গ্রামের গৌরপদ শিকদারের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসএসসি’র ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্রটির পাশের দোকানে নকলসহ অর্থ লেনদেনের সময় দুই সাংবাদিকসহ স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসনকে জানায়। ম্যাজিস্ট্রেট এসে তাকে ওই দণ্ড দেন।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচি রানী সাহা বলেন, নকল সরবরাহকারীকে আটক করে এক মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।