সারা বাংলা

আড়াইহাজারে গ্যাসের চুলার আগুনে নারী দগ্ধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডার চালিত গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন আইরিন আক্তার (৩৮) নামের এক নারী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ১১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি মৃগী রোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. বিধান চন্দ্র রায় জানান, দগ্ধ নারীর শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আইরিন তার মায়ের জন্য খাবার রান্না করছিলেন। এসময় হঠাৎ করেই তিনি অচেতন হয়ে গ্যাসের চুলার ওপর পড়ে যান। কিছু সময় পর পোড়া গন্ধ পেয়ে আশপাশের লোকজন ঘরের ভেতর ঢুকে আইরিনকে  উদ্ধার করেন। তার বৃদ্ধা মা ঘুমিয়ে থাকায় তিনিও ঘটনাটি টের পাননি। পরে আইরিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।