সারা বাংলা

মায়ের জন্য রান্না করতে গিয়ে দগ্ধ সেই নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের চুলায় মায়ের জন্য খাবার রান্না করতে গিয়ে দগ্ধ হওয়া নারী আইরিন আক্তার (৩৮) মারা গেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তিনি মৃগ রোগী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন: আড়াইহাজারে গ্যাসের চুলার আগুনে নারী দগ্ধ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বিধান সরকার তথ্যটি নিশ্চিত করেছেন। আগুনে আইরিন আক্তারের শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছিল।

প্রসঙ্গত, গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আইরিন তার মায়ের জন্য খাবার রান্না করছিলেন। এসময় হঠাৎ করেই তিনি অচেতন হয়ে গ্যাসের চুলার ওপর পড়ে যান। কিছু সময় পর পোড়া গন্ধ পেয়ে আশপাশের লোকজন ঘরের ভেতর ঢুকে আইরিনকে উদ্ধার করেন। তার বৃদ্ধা মা ঘুমিয়ে থাকায় তিনিও ঘটনাটি টের পাননি। পরে আইরিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।