সারা বাংলা

খুলনায় শিশু সংবেদনশীল আদালতের যাত্রা শুরু

উদ্বোধনের দুই দিন পর আনুষ্ঠানিকভাবে খুলনায় যাত্রা শুরু করেছে শিশু সংবেদনশীল আদালতের কার্যক্রম। রোববার (৩ মার্চ) ২০২১ সালের একজন শিশুর অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শিশু আদালত-২ এর কার্যক্রম শুরু হয়।

খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আ. ছালাম খাঁন শিশু -১১/২০২১ মামলায় আতাউর রহমান নামের একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আইনের সংঘাতে জড়িত শিশু মো. ইমরান শেখের জামিন আবেদনের শুনানির মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু করেন। আদালতে রাষ্ট্র পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ। 

এসময় সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি প্রবেশন অফিসার (মহানগর) নিগার সুলতানা, জেলা প্রবেশন অফিসার অমিত সমাদ্দার, বেঞ্চ সহকারী রুবেল খান, শিশুর অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, গত ২৯ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক খুলনাসহ দেশের ৯ জেলায় ১০টি শিশু সংবেদনশীল আদালত কক্ষ উদ্বোধন করেন।