সারা বাংলা

শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব: ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান। তিনি বলেন, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সততার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ মন্তব্য করেন। 

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। আমতলী পৌরসভা নির্বাচনও শতভাগ সুষ্ঠু হবে। 

এর আগে সকালে তিনি আমতলীতে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে আইনশৃঙ্খলার সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, পুলিশ সুপার আব্দুস ছালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হাই আল হাদী। 

আগামী ৯ মার্চ আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে এ নির্বাচনে ১৫ হাজার ৮৩৯ জন ভোটার ভোট দেবেন।