সারা বাংলা

টেকনাফে ২ কেজি ক্রিস্টালমেথ জব্দ, আটক ৩ 

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টালমেথসহ (আইস) তিন জনকে আটক করেছে বিজিবি। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং মুন্ডারডেইল ঘাট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটককৃতরা হলেন- একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো.সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নূর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে সমুদ্র পথে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন খবরের ভিত্তিতে বিজিবি’র একটি দল মুন্ডারডেইল ঘাটে টহল জোরদার করে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘাট এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি সাম্পান নৌকাকে ধাওয়া করে তিন চোরাকারবারিকে আটক করা হয়। নৌকাটি তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করা হয়েছে। একই সঙ্গে নৌকাটিও জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।