সারা বাংলা

নড়াইলে হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত ও ৭ মার্চের ভাষণ

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে হাজারও কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্রশিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয়। 

এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণসঙ্গীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাসতী শীল, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। 

এ ছাড়া দিনটি উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা হয়।