সারা বাংলা

পাবনায় চোরচক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩

পাবনায় পৃথক অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোভ্যান চোর চক্রের প্রধানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১১ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান। এর আগে, গতকাল রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা পৌর সদরের শালগাড়িয়া খাঁ পাড়া মহল্লার নুরাই সরদারের ছেলে কারিম সরদার (২৪), সদর উপজেলার মাছিমপুর কাবলীপাড়া এলাকার রফিক ইসলামের ছেলে সায়েম ইসলাম (২০) ও একই উপজেলার কুমিল্লি গয়েশপুর গ্রামের সাদ্দাম হোসেন ওরফে দেলোয়ারের ছেলে হাসেম মিয়া (২০)।

মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় অভিযান চালিয়ে অটোভ্যান চোর চক্রের প্রধান কারিম সরদারকে গ্রেপ্তার করা হয়।  তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ছোট মনোহরপুর এলাকা থেকে আরেক সদস্য সায়েম ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে বাগচীপাড়া এলাকা থেকে হাসেম মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত চোর চক্রের প্রধান কারিম সরদারের বিরুদ্ধে পাবনা সদর থানায় ৩টি চুরি মামলার ওয়ারেন্ট, সায়েম ইসলামের নামে ১টি চুরি মামলার ওয়ারেন্ট এবং হাসেম মিয়ার নামে চুরি মামলার ২টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে পাবনা সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।