আন্তর্জাতিক

৩১ নারীকে হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড

‘ভোলগা ম্যানিয়াক’ নামে পরিচিত রাশিয়ান সিরিয়াল কিলারকে ৩১ জন বয়স্ক নারীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

হত্যাকাণ্ডের সন্দেহে ২০২০ সালে রাদিক তাগিরভ নামের ওই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করা হয়। ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার পূর্বে তাতারস্তান অঞ্চল এবং তার আশেপাশের ১৫টি শহরের বাসিন্দা ছিলেন এই নারীরা।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, রাদিক কখনো সমাজকর্মী, কখনো ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার হিসাবে ওই নারীদের বাড়িতে হাজির হয়েছিল। বাড়িতে প্রবেশের পর সে নারীদের শ্বাসরোধে হত্যার পর তাদের মূল্যবান জিনিসপত্র চুরি করতো।

এসব কর্মকাণ্ডের আগে রাদিক ছোটখাটো চুরির জন্য জেল খেটেছিল। কাজান শহরের আদালত তাকে বেশ কয়েকটি খুনের চেষ্টার পাশাপাশি আরও ৩৪ জন বয়স্ক নারীর উপর হামলার জন্য দোষী সাব্যস্ত করেছে।